The TuHian

The TuHian ক্রিকেটের ক্ষুদ্র বিশ্লেষক
বাংলাদেশ ক্রিকেট ❣️
(9)

18/07/2024

আজ বিকাল ৩:৩০ এ নড়িয়া নুসা ভবন(নড়িয়া বিহারীলাল স্কুলের পাশে) কোটা বিরোধী সমাবেশ করা হবে। আমার সকল বন্ধু,বড় ভাই,ছোট ভাই সবাইকে আসার জন্য অনুরোধ করছি।

মনে রাখবেন এটা আমার/আপনার/আমাদের সবার অধিকার।

18/07/2024

জীবনে অনেক পাপ করছি,,,কিন্তু এমন কোন পাপ করি নাই যাতে মারা যাওয়ার পর মানুষ আলহামদুলিল্লাহ বলে😄

কাকে ভোট দিবেন?
29/03/2024

কাকে ভোট দিবেন?

11/02/2024

ঈদ মোবারক😄

এগ্লু কি ভাই😪
08/02/2024

এগ্লু কি ভাই😪

75 is living legend ❣️
08/02/2024

75 is living legend ❣️

বিপিএল দিন দিন দর্শক হারাচ্ছে😓ছবি: মানবতা আজ কোথায়?
07/02/2024

বিপিএল দিন দিন দর্শক হারাচ্ছে😓

ছবি: মানবতা আজ কোথায়?

এদের দুইজনের মধ্যে পার্থক্য কি জানেন?একজন ওপেনার আর একজন বোলার।এখন নিজ দায়িত্বে বুঝে নেন কে কোনটা😄
07/02/2024

এদের দুইজনের মধ্যে পার্থক্য কি জানেন?

একজন ওপেনার আর একজন বোলার।

এখন নিজ দায়িত্বে বুঝে নেন কে কোনটা😄

06/02/2024

কি অবস্থা বদ্দা রা আজকে সাকিব ভাই কাজটা ঠিক করলো নাহ🤣

বাংলাদেশের পেস বোলিং কোচ হতেআবেদন করেছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা -শন টেইট।💥??
05/02/2024

বাংলাদেশের পেস বোলিং কোচ হতে
আবেদন করেছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা -শন টেইট।💥??

03/02/2024

খালি জাতীয় দল নাহ একেবারে u17 থেকে শুরু কইরা বর্ষন-তাসকিনদের মতো বোলারদের থেকে টপ অর্ডার ব্যাটসম্যানদের খেলা শেখা উচিত। আজকে পাকিস্তানের উইকেট রক্ষক মনে হয় নেটে প্রাকটিস করতে ভুলে গেছে,তাই আমাদের ব্যাটাররা তাকে দায়িত্ব নিয়ে প্রাকটিস করাইতাছে।

৪৩ দিনের বিপিএলে ১৯ দিনের ছুটি, কিন্তু কেনো?বিপিএল নিয়ে অভিযোগের শেষ নেই। তবে এবারের সবচেয়ে বড় অভিযোগটা হয়তো সূচি নিয়ে ক...
03/02/2024

৪৩ দিনের বিপিএলে ১৯ দিনের ছুটি, কিন্তু কেনো?
বিপিএল নিয়ে অভিযোগের শেষ নেই। তবে এবারের সবচেয়ে বড় অভিযোগটা হয়তো সূচি নিয়ে করা যায়। ৪৩ দিনের ৪৬ ম্যাচের সূচি করা হয়েছে। অথচ এর মধ্যে ১৯ দিনেই কোনো খেলা নেই। আবার যেদিন খেলা আছে সেদিন দুইটার নিচে নেই। পারলে যেনো কোয়ালিফায়ার রাউন্ডেও ডাবল ম্যাচ রাখতেন।
অথচ পাশের দেশ আইপিএলেই কি দারুন সূচি করা হয়। শুধুমাত্র ছুটির দুদিনে ডাবল ম্যাচ রাখা হয়, আর এমনিতে প্রতিদিন এক ম্যাচ। ভাবছেন, এতে বিপিএল শেষ হতে দুমাস লাগবে? এই ভাবনাটা ভূল, কারন ছুটির দিন ছাড়া সিংগেল ম্যাচ দিলে এই যে ১৯ দিনের অহেতুক ম্যাচ অফ, এই অফ ডে টা দরকার পড়বে না। এমনকি ভেন্যু পরিবর্তন হলেও অফ ডে দরকার হবেনা।
ধরেন ৪৬ ম্যাচের টুর্নামেন্ট, এই ম্যাচগুলো শেষ করতে তো ৪০ দিনই যতেষ্ট। প্রতিদিন একটা করে ম্যাচ ধরেন, আর সপ্তাহে দুদিন ২টা করে ধরেন। এভাবে ৪০ দিনও লাগবে না, তবে কোয়ালিফায়ারের মধ্যে ২/৩দিন গ্যাপসহ ৪০ দিন ধরলাম। এভাবে করা গেলে মাঠে আরো দর্শক যেতে পারবে। মিডিয়া হাউজগুলোরও নিউজ কভারে সুবিধা হবে। কখনো জোর করে ডাবল ম্যাচ খাওয়ানো, কখনো একদম না খাইয়ে রাখা- দর্শকের মধ্য থেকে এই ধরনের বোরিংনেসও কেটে যাবে।
জানি এভাবে বিপিএল আয়োজনে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতে পারে। বিশেষ করে আজকে ঢাকা, কালকে সিলেট ম্যাচ আয়োজনে ব্রডকাস্টিংয়ে জনবল বাড়াতে হবে, বাড়াতে হবে টেকনোলজি। কিন্তু এতে করে যে বেটার রেজাল্টের সম্ভাবনাও রয়েছে। আর ঢাকা, চট্টগ্রাম, সিলেটের সাথে খুলনা ও রাজশাহী ভেন্যু এড করা গেলে কি দারুন ই না হবে। খুলনা, রাজশাহীতে হোটেলের কাজ চলছে, দ্রুতই ম্যানেজ হতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিপিএলকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, এর মাধ্যমে মোটা অংকের লাভ করা খুবই সহজ হতে পারে। তবে কেনো জানি না, ছোট ছোট প্রতিবন্ধিকতার কারনে বড় ধরনের সুযোগ হাত ছাড়া করছি আমরা....

Address

Naria, Shariatpur
Dhaka
8020

Alerts

Be the first to know and let us send you an email when The TuHian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The TuHian:

Share