Alhulwaa

Alhulwaa Alhulwaa is an Arabic word means "Dessert" in English.We are specialised in homemade dessert items.

উফফফ, কোনো হোমশেফ তাও আবার সার্টিফাইড শেফ যদি আমার থেকে খাবার নিতে চায়, তাহলে আমার একদম হার্টবিট যেন দৌড়াদৌড়ি করতে থাকে।...
09/10/2025

উফফফ, কোনো হোমশেফ তাও আবার সার্টিফাইড শেফ যদি আমার থেকে খাবার নিতে চায়, তাহলে আমার একদম হার্টবিট যেন দৌড়াদৌড়ি করতে থাকে।

আপু তার বেবির জন্য পুডিং নিবে, সোনাপাখিটার বলে পুডিং খেতে মন চেয়েছে।তাই শনিবার আমার কিচেনে হবে ইন শা আল্লাহ,

ক্যারামেল পুডিং।

আমাদের পুডিং টি ফ্যামিলি সাইজের বড় পুডিং আনুমানিক দেড় কেজি ওজনের হয়ে থাকে। একটা নিয়ে স্কোয়ার করে কাটলে ১৫-জনকে ইজিলি সার্ভ করা যায়।
আমি তোহ ১৮-২০ পিসও করি।

যাই হোক শনিবার হবে

বুটের হালুয়া হাফ কেজি

ক্যারামেল পুডিং একটা

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী।

বৃহস্পতিবার আমাদের আল-হালওয়া কিচেনে হবে ইন শা আল্লাহ মালাই জর্দা হাফ কেজি ঘিয়ে ঘন টমেটো ডাল এক বাটি( ১:৪) বুটের হালুয়া হ...
07/10/2025

বৃহস্পতিবার আমাদের আল-হালওয়া কিচেনে হবে ইন শা আল্লাহ

মালাই জর্দা হাফ কেজি

ঘিয়ে ঘন টমেটো ডাল এক বাটি( ১:৪)

বুটের হালুয়া হাফ কেজি

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী।

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত ...
03/10/2025

স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাস্তা বানিয়ে নিয়ে এসেছে।
শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।
স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে,
“নাহ, এখনও তুমি মা’র মত চা বানাতে শিখলে না। কতবার বললাম মা’র কাছ থেকে দেখো কতখানি লিকার দিতে হয়।
মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।”

— এ হচ্ছে #লুমাযাহ।
> এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে।
> কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না।
> সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে এদের স্বভাব।
> এদের নিজেদের দোষের কোনো শেষ নেই।
নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে।

এদের জিভ হচ্ছে একটা #ধারালো_অস্ত্র।
এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে।
..
আত্মীয় বেড়াতে এসেছে।
গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো, “আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন, “গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”

আত্মীয় অবাক হয়ে বললেন, “শুক্রবারে? আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না?
আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজ নেয়।
আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না?”

মা আমতা আমতা করে বললেন, “না, না, ব্যাপারটা সেরকম না।
ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে।
প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?”

আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।
তারপর মা সারাদিন #বিষণ্ণতায়_ভুগলেন আর বাবা’র কাছে অভিযোগ করতে থাকলেন,
“দিনে একটা ফোনও করতে পারে না? এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি? একে আমি নয় মাস পেটে ধরেছি?
নিজের বাবা-মা’র থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেলো?”

—সেই আত্মীয় হচ্ছে #হুমাযাহ।
> এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে।
> এদের বিষাক্ত জিভের ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
..
হুমাযাতিল লুমাযাহ হচ্ছে এমন এক ধরনের মানুষ,
• যে অন্যকে তুচ্ছ, তাচ্ছিল্য করে।
• মানুষের দিকে তাচ্ছিল্য ভরে আঙ্গুল দেখায়।
• চোখের ইশারা করে ব্যাঙ্গ করে।
• কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে।
• কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে।
• কারও পেছনে তার দোষ বলে বেড়ায়।
• এর নামে ওর কাছে কথা লাগায়।
এটা তারা একবার দুইবার করে না।
এমন করে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

এরা হচ্ছে হুমাজাতিল লুমা যাহ।
এদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা।
#আল্লাহুম্মাগ- ফিরলী।
কালেক্টেড।

আল্লাহ গো, এতো মিলে গেলো কিভাবে!! স্কুল থেকে মিসরা জামায়,ও কোনো কথাই বলে না।  একদম চুপ করে থাকে।আমি কিভাবে বুঝাই যে বাসা...
30/09/2025

আল্লাহ গো, এতো মিলে গেলো কিভাবে!! স্কুল থেকে মিসরা জামায়,ও কোনো কথাই বলে না। একদম চুপ করে থাকে।
আমি কিভাবে বুঝাই যে বাসায় জানাল ধরে ঝুলে টারজান এর মতো চিল্লায় আর খেলে🤣🤣🤣🤦‍♀️🤦‍♀️

আজকের জন্য হাফ কেজি মালাই জর্দা এক্সট্রা আছে।মালাই জর্দা হাফ কেজি ৫০০৳ ★★★ডেলিভারি চার্জ ফ্রি!!!★★★ডেলিভারি লোকেশন : মির...
30/09/2025

আজকের জন্য হাফ কেজি মালাই জর্দা এক্সট্রা আছে।

মালাই জর্দা হাফ কেজি ৫০০৳

★★★ডেলিভারি চার্জ ফ্রি!!!★★★

ডেলিভারি লোকেশন : মিরপুর, মোহাম্মদপুর, গুলশান,বনানি, ধানমণ্ডি

26/09/2025
২৫ শে সেপ্টেম্বরে, বিকাল ৪-৫ টার দিকে কবুল বলেছিলাম। ১২ টা বছর আগে।১ টা যুগ পার করে দিলাম তার সাথে।কতো উঁচু নিচু গিয়েছে।...
25/09/2025

২৫ শে সেপ্টেম্বরে, বিকাল ৪-৫ টার দিকে কবুল বলেছিলাম। ১২ টা বছর আগে।

১ টা যুগ পার করে দিলাম তার সাথে।

কতো উঁচু নিচু গিয়েছে। রাগ অভিমান, ভালোবাসা সব মিলিয়ে টুপ করে তোমার বউ হয়ে গিয়েছিলাম। তাও ২ বার বিয়ে করে ৬ বার কবুল বলেছি🙄।

মানে কি কপাল আমার, জীবনে মানুষ ভুল করে একবার, আর আমি একই মানুষের সাথে ২ বার বিয়ে করে, ২ বার বেল তলায় গিয়ে জীবনটাকে টক মিষ্টি করেছি🤦‍♀️। আব্বু আম্মুর বিয়ের ডেটেই যে আমার বিয়ে করার সখ ছিলো!! তাই আজ আব্বু আম্মুর বিয়ের ৪২ বছর আর আমার বিয়ের ১২ বছর ❤️❤️

এই লোকটার কতো জ্বালাতনের অত্যাচারে মন চায় মাঝে মাঝে মাথা ফা*টিয়ে দেই, আবার পরোক্ষনে মনে হয়, এই মানুষের ছোঁয়া না থাকলে, আমার জীবন থেকে সব সুখ, ভালোবাসা, নিরাপত্তা, অবিভাবকের ছাঁয়া চলে যাবে।

এই ১২ বছরে কতো কিছু হয়েছে, কিন্তু এমন কখনো হয়নি যে, আমি ভিন্ন কারনে ভেংগে পরেছি, পথ হারিয়েছি, তাই বুঝিনি যে, তার সাপোর্ট আমি কিভাবে পাবো।

কিন্তু এই বুড়া বয়সে এসে যখন কিছু মানুষ চিনতে ভুল করেছিলাম, আমাকে তারা ভেংগে চুরমার করে দিয়েছিলো, তখন একজন হাসব্যান্ড হিসেবে, পার্টনার হিসেবে যেই সাপোর্ট আমি পেয়েছিলাম মাশা-আল্লাহ তাবারাক আল্লাহ, বারাকাল্লাহু ফিক, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।

এই জন্যই মনেহয় আল্লাহ পাক লাইফে এই পরীক্ষা গুলো দেয়, যেন, আমরা চিনতে পারি, আমাদের জীবনে কাদের অবদান কতোটুকু।

মাত্র ১২ টা বছর আমি তোমাকে পেলাম। এমন আরো অনেক গুলো ১২ বছর তোমার সাথে থাকতে চাই। তোমার বউ হয়ে থেকেই শেষ নিশ্বাস নিতে চাই।
আমার রাগ সহ্য করতে পারবা তোহ সেই পর্যন্ত??!!

24/09/2025
সেট মেন্যুর অফার বলতে গেলে একদম অফ।যদি কোনো আপু/ভাইয়া দাওয়াতের জন্য অর্ডার করেন,তাহলে তার সাথে মিলিয়ে তখন ২/৪ টার অর্ডার...
24/09/2025

সেট মেন্যুর অফার বলতে গেলে একদম অফ।

যদি কোনো আপু/ভাইয়া দাওয়াতের জন্য অর্ডার করেন,তাহলে তার সাথে মিলিয়ে তখন ২/৪ টার অর্ডার নেই।

যেমন একজন আপুর অর্ডার এর সাথে শনিবার ২৭ তারিখ লাঞ্চের জন্য সিংগেল সেট মেন্যুর অফার করছি আমরা।
খুবই খুবই লিমিটেড ভাবে।

১:১ সেট মেন্যুতে থাকবে :

★পোলাও ৫০০ গ্রাম
★ফার্মের মুরগীর রোস্ট ১ পিস
★ঘি নিরামিষ একজনের
★মালাই জর্দা এক কাপ।

অফার প্রাইস ৪৮০৳ মাত্র।

সিম্পল কিন্তু মজার এই সেট মেন্যু চাইলে একজনের জন্যও নেয়া যাবে ইন শা আল্লাহ।

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। কোনো অর্ডার হোল্ড হবে নাহ।
ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী।

Big thanks to Rakib Hasnayeen, Naher Ahmed, Umme Abdullah, Rubayat Sharmin Jyoti, Sara Hossain, Naziah Faruque Triptifor...
24/09/2025

Big thanks to Rakib Hasnayeen, Naher Ahmed, Umme Abdullah, Rubayat Sharmin Jyoti, Sara Hossain, Naziah Faruque Tripti

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

মালয়েশিয়ান ভাবির জন্য ছোট্ট আয়োজন ছিলো।আমার শাহী পনির তাদের খুব পছন্দের ছিলো মাশা-আল্লাহ। আর চিকেনের নতুন একটা আইটেম করে...
22/09/2025

মালয়েশিয়ান ভাবির জন্য ছোট্ট আয়োজন ছিলো।

আমার শাহী পনির তাদের খুব পছন্দের ছিলো মাশা-আল্লাহ।

আর চিকেনের নতুন একটা আইটেম করেছিলাম।

হেল্পিং হ্যান্ডরা আসলে পেজে আনবো ইন শা আল্লাহ।

Address

Mohakhali DOHS
Dhaka
1206

Opening Hours

Monday 11:00 - 12:00
Tuesday 11:00 - 12:00
Wednesday 11:00 - 12:00
Thursday 11:00 - 12:00
Friday 15:00 - 12:00
Saturday 11:00 - 12:00
Sunday 11:00 - 12:00

Telephone

+8801709119652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhulwaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share