25/09/2025
২৫ শে সেপ্টেম্বরে, বিকাল ৪-৫ টার দিকে কবুল বলেছিলাম। ১২ টা বছর আগে।
১ টা যুগ পার করে দিলাম তার সাথে।
কতো উঁচু নিচু গিয়েছে। রাগ অভিমান, ভালোবাসা সব মিলিয়ে টুপ করে তোমার বউ হয়ে গিয়েছিলাম। তাও ২ বার বিয়ে করে ৬ বার কবুল বলেছি🙄।
মানে কি কপাল আমার, জীবনে মানুষ ভুল করে একবার, আর আমি একই মানুষের সাথে ২ বার বিয়ে করে, ২ বার বেল তলায় গিয়ে জীবনটাকে টক মিষ্টি করেছি🤦♀️। আব্বু আম্মুর বিয়ের ডেটেই যে আমার বিয়ে করার সখ ছিলো!! তাই আজ আব্বু আম্মুর বিয়ের ৪২ বছর আর আমার বিয়ের ১২ বছর ❤️❤️
এই লোকটার কতো জ্বালাতনের অত্যাচারে মন চায় মাঝে মাঝে মাথা ফা*টিয়ে দেই, আবার পরোক্ষনে মনে হয়, এই মানুষের ছোঁয়া না থাকলে, আমার জীবন থেকে সব সুখ, ভালোবাসা, নিরাপত্তা, অবিভাবকের ছাঁয়া চলে যাবে।
এই ১২ বছরে কতো কিছু হয়েছে, কিন্তু এমন কখনো হয়নি যে, আমি ভিন্ন কারনে ভেংগে পরেছি, পথ হারিয়েছি, তাই বুঝিনি যে, তার সাপোর্ট আমি কিভাবে পাবো।
কিন্তু এই বুড়া বয়সে এসে যখন কিছু মানুষ চিনতে ভুল করেছিলাম, আমাকে তারা ভেংগে চুরমার করে দিয়েছিলো, তখন একজন হাসব্যান্ড হিসেবে, পার্টনার হিসেবে যেই সাপোর্ট আমি পেয়েছিলাম মাশা-আল্লাহ তাবারাক আল্লাহ, বারাকাল্লাহু ফিক, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।
এই জন্যই মনেহয় আল্লাহ পাক লাইফে এই পরীক্ষা গুলো দেয়, যেন, আমরা চিনতে পারি, আমাদের জীবনে কাদের অবদান কতোটুকু।
মাত্র ১২ টা বছর আমি তোমাকে পেলাম। এমন আরো অনেক গুলো ১২ বছর তোমার সাথে থাকতে চাই। তোমার বউ হয়ে থেকেই শেষ নিশ্বাস নিতে চাই।
আমার রাগ সহ্য করতে পারবা তোহ সেই পর্যন্ত??!!