11/05/2025
স্মৃতিচারণ ২৫-সময় স্তব্ধ, হৃদয় জাগে,
মনে গেঁথে থাকা গল্প অমরতার ভাগে।
প্রতি বছর এসএসসি শেষ হওয়ার পর আমাদের মডার্ন স্কুল এর ছাত্রদের মধ্যে কোনো বন্ডিং থাকে না আবার কেউ সচরাচর দেখাও করে না।সুতরাং এর প্রতিদান হিসাবে আমরা একটি বিদায়ী ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করতে যাচ্ছি। যাতে করে পরবর্তীতেও আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারি।
তো আমরা এ বছর স্কুল এর জন্য অনেক কিছু করলাম অন্য ব্যাচ যা করতে পারে নি আমরা তা করে দেখিয়েছি। আমরা এবার প্রমাণ করতে চাই যে মডার্ন-২৫ ব্যাচ যা অন্য ব্যাচ হতে যথেষ্ট শক্তিশালি এবং আমাদের মধ্যে যথেষ্ট বন্ডিং আছে।
এ টুর্নামেন্ট আমাদের স্মৃতিচারণ-২৫ ব্যাচ এর জন্য পুনরায় একসাথে হওয়ার অন্যতম মাধ্যম।
🚩টুর্নামেন্টটি সুন্দর এবং প্রতি টিম সমান করার জন্য টুর্নামেন্ট টি auction এর মাধ্যমে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
🚩টুর্নামেন্টটি ইনশাআল্লাহ ২৩,২৪ তারিখ পরিচালিত হবে।
🚩 টুর্নামেন্ট টি আমাদের স্কুল মাঠে আয়োজিত হব।
🚩প্রতি প্লেয়ার এর রেজিস্ট্রেশান ফীঃ-২০০ টাকা
🚩 অতিরিক্ত তথ্য এর জন্য
মিনহাজ উদ্দিন তোহা
Minhaj Taha
মাহফুজ আহমেদ নীরব
Mahfuz Ahmed Nirob
মো: শাফিউল আলম রাফিন
Shafiul Rafin
আজহারুল সিয়াম
Azharul Siyam
সাকিবুল হাসান সাঈম
Sakibul Hasan Saim
তাছনিম মুনাওয়ার চিশতী
Chishti Chishti
সামাওয়াত ইসলাম সামি
Samawat Islam Sami
🚩রেজিস্ট্রেশনের শেষ সময়:- 22মে,২০২৫।