মেহেদী আপ্পি

মেহেদী আপ্পি বিয়ের মতো জীবনের
সুন্দর একটি দিনকে মেহেদী দিয়ে আরও সুন্দর করে রাঙিয়ে তুলি।

01/11/2025

জীবনের সব চেয়ে ক্রিটিকাল মুহুর্তে আছি।আমার জন্য সবাই দোয়া করবেন।খুব তাড়াতাড়ি যেনো সুস্থ হতে পারি।পেইজ এর বুকিং নেওয়া এখন থেকে বন্ধ রাখা হলো।
সুস্থ হলে ইনশাআল্লাহ আবারও পেইজের কাজ শুরু হবে।সবার জন্য ভালোবাসা, শুভকামনা ও দোয়া রইলো।

আমার এই ব্রাইড আপুর শাড়ি, জুয়েলারি মেহেদী সব কিছুর কম্বিনেশন এতো সুন্দর ছিলো চোখে লাগার মতো মাশাল্লাহ। নভেম্বর মাসের জন্...
27/10/2025

আমার এই ব্রাইড আপুর শাড়ি, জুয়েলারি মেহেদী সব কিছুর কম্বিনেশন এতো সুন্দর ছিলো চোখে লাগার মতো মাশাল্লাহ।
নভেম্বর মাসের জন্য আবার ও বুকিং নিচ্ছি।হয়তো আর ২-৩ টা বুকিং নিবো কারণ এরপর-ই আমার পরিক্ষা।তাই আপনিও আপনার বিয়ের মেহেদী মুহুর্তটাকে এইভাবে ক্যামেরা বন্দী করতে অর্ডার করে ফেলুন আমাদের পেইজে।

আমাদের প্রত্যেকের জীবনের একজন ভালো বন্ধু থাকা জরুরি।যার সাথে দ্বিধা না রেখে মনের সব কথা খুলে বলা যায়।একসাথে স্কুল,কলেজ ক...
19/10/2025

আমাদের প্রত্যেকের জীবনের একজন ভালো বন্ধু থাকা জরুরি।যার সাথে দ্বিধা না রেখে মনের সব কথা খুলে বলা যায়।একসাথে স্কুল,কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের আসা যাওয়া করা।ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া।
সময়ের সাথে আমরা অনেকেই বন্ধুদের থেকে দূরে চলে যাই বা যেতে হয়।তবে দূরে থেকেও বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখাই স্বার্থকতা। দেখা না হোক, নিয়ম করে কথা না হোক কিন্তু একটি ফোন কল কিংবা বছরে একবার দেখা করে ঘুচিয়ে আনা যায়।

এই কম্বোটার দাম কত হতে পারে আপুরা?
18/10/2025

এই কম্বোটার দাম কত হতে পারে আপুরা?

16/10/2025

আজকে HSC রেজাল্ট দেয়া হয়েছে সারাদেশে পাশের হার ৫৮.৮৩। গ্রুপে অনেকেই আছেন যারা HSC পরিক্ষার্থী ছিলেন। পূর্বের তুলনায় পাশের হার অনেক কম তাই যারা ফেল করেছেন কষ্ট পাবার কিছু নেই নেক্সট টাইম ইনশাআল্লাহ পাশ করবেন।আর হ্যাঁ যারা পাশ করেছেন তাদের সবাইকে অভিনন্দন।
আপার আমলে ২/৩ মার্ক বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়ার অলিখিত নিয়ম ছিল।

কিন্তু গত SSC পরীক্ষা থেকেই একদম মানা করে দেওয়া হয়েছে মার্ক বাড়িয়ে দিয়ে কাউকে পাশ করানো যাবে না; যে যা পাবে তাই ই থাকবে। অর্থাৎ কেউ ৩১/৩২% পেলেও তা ৩৩% বানিয়ে পাশ করানো হবে না।

কাজেই আগামীতে যারা SSC & HSC পরীক্ষা দিবা তারা সতর্ক হয়ে ভালোমতো পড়াশোনা করো।

পরের জন্মে তুমি আবার এসো অশ্রু দেবতা হয়ে 🌺
14/10/2025

পরের জন্মে তুমি আবার এসো অশ্রু দেবতা হয়ে 🌺

সাময়িক ভাবে পেইজের অর্ডার নেওয়ার কার্যক্রম স্থগিত করা হলো।কিছুদিন পর আবার কাজ শুরু হবে,তত দিন পর্যন্ত আমাদের পাশেই থাকবে...
10/10/2025

সাময়িক ভাবে পেইজের অর্ডার নেওয়ার কার্যক্রম স্থগিত করা হলো।কিছুদিন পর আবার কাজ শুরু হবে,তত দিন পর্যন্ত আমাদের পাশেই থাকবেন।

🌺🌺
08/10/2025

🌺🌺

আসসালামু আলাইকুম ফ্রেশ স্টেইন VS ডার্ক স্টেইন, অর্গেনিক মেহেদীর কালার। মাশআল্লাহ এত্ত সুন্দর কালার আসছে।এই মেহেদী টা আসছ...
04/10/2025

আসসালামু আলাইকুম
ফ্রেশ স্টেইন VS ডার্ক স্টেইন, অর্গেনিক মেহেদীর কালার। মাশআল্লাহ এত্ত সুন্দর কালার আসছে।এই মেহেদী টা আসছিল Mumu's henna পেইজ থেকে।
মেহেদী টা একদমই আর্টিস্ট ফ্রেন্ডলি ও স্মুথ একটা মেহেদী।
আপুর মেহেদী ছবি তুলতে কত গুলো জায়গা ঘুরা হয়ে গেলো আমার🌺🌺
সবাই একবার হলেও আপুর মেহেদী ইউজ করে দেখবেন।

পূজোর ছুটি মানেই যেনো বিয়ের মৌসুম। আপুরাকার কার বাসায় বিয়ের দাওয়াত পড়েছে???আমার অলমোস্ট ৩টা বিয়ে খাওয়া শেষ, আরও ২টা বাকী...
30/09/2025

পূজোর ছুটি মানেই যেনো বিয়ের মৌসুম। আপুরা
কার কার বাসায় বিয়ের দাওয়াত পড়েছে???
আমার অলমোস্ট ৩টা বিয়ে খাওয়া শেষ, আরও ২টা বাকী🫣🫣🫣

゚ ゚viralシfypシ゚viralシalシ # ゚ ゚

যদিও মেহেদী না পড়িয়ে দেওয়া নিয়ে Nahin Binte Anwar আপু সব সময় অভিযোগ করে😒😒
29/09/2025

যদিও মেহেদী না পড়িয়ে দেওয়া নিয়ে Nahin Binte Anwar আপু সব সময় অভিযোগ করে😒😒

আগের রাত না ঘুমিয়ে পরের রাতে ঘুম চোখে নিয়ে কি এঁকেছি জানিনা।শুধু জানি "আপু, একটা জামাই আরেকটা বউ একে দেন🥴🥴🥴🥴
28/09/2025

আগের রাত না ঘুমিয়ে পরের রাতে ঘুম চোখে নিয়ে কি এঁকেছি জানিনা।শুধু জানি "আপু, একটা জামাই আরেকটা বউ একে দেন🥴🥴🥴🥴

Address

Gunabati, Chittagong
Cumilla
3583

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেহেদী আপ্পি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share