
16/06/2025
বিয়ের মৌসুমে বিয়ের সিরিয়াল টা যেন লেগেই থাকে,আজ এর বিয়ে তো কাল ওর,এভাবে চলতেই থাকে।সমসাময়িক দিন গুলোতে বিয়ের সব উপকরণ গুলোর সাথে বিয়ের ডেকোরেশন নিয়েও ভাবনার শেষ নেই।
➡️কার কাছে যাবেন,সে কি যা দেখাবে তা কি ঠিক সে রকম ভাবেই করে দিতে পারবে?
➡️সময় মতো স্টেজ টা করে দিতে পারবে তো?
➡️টাকা পয়সা নিয়ে ঝামেলা করবে না তো?
এ প্রশ্ন গুলো মাথায় ঘুরপাক খেতে থাকে।
আর এই প্রশ্ন গুলোর উওর দিবে আপনাকে অর্ণয় ইভেন্ট প্ল্যানার।দীর্ঘ সময় ধরে, আমরা সুনাম এর সাথে কাস্টমার এর চাহিদা মাথায় নিয়ে বরাবর এর মতো প্রতি টা ইভেন্ট সফল ভাবে পূরণ করে যাচ্ছি। আর এটা সম্ভব হয়েছে, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়।
তাই আজই চলে আসুন আমাদের দোকানে আর বুঝে নিন আপনার স্বপ্নের ডিজাইন গুলো।
দোকান:ঠাকুরপাড়া, জোরপুকুর পাড় ,কুমিল্লা।
মোবাইল:০১৭৮১৮৯২০০১,,০১৯২৭১৮৪০৫১