Aladdin-আলাদিন

  • Home
  • Aladdin-আলাদিন

Aladdin-আলাদিন ”ভেঙ্গে যাক সব নিত্য পন্যের শকুন সিন্ডিকেট- স্বস্তিতে বেঁচে থাকুক বাংলার জনগন”--ALADDIN |*| আলাদিন - একটি সামজিক আন্দোলন।

"ভেঙ্গে যাক সব নিত্য পন্যের শকুন সিন্ডিকেট- স্বস্তিতে বেঁচে থাকুক বাংলার জনগন”-- ALADDIN |•| আলাদিন - একটি সামজিক আন্দোলন।

চট্টগ্রাম শহরের পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবক সংগ্রহ করা হচ্ছে। আগ্রহী সকলকে "ALADDIN |•|আলাদিন" - এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

ভলান্টিয়ার হিসেবে কর্মরতদের "স্বেচ্ছাশ্রম" শেষে সম্মাননা সনদপত্র প্রদান করা হবে।

25/07/2025

যারা পতিত স্বৈরাচার-গণহত্যাকারীদের গুজব বিশ্বাস করে লাশ গুমের অভিযোগ তুলে, আন্দোলনের নামে দেশে অরাজকতা-অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন, আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীর গায়ে হাত তোলার ধৃষ্টতা দেখিয়েছেন তাদেরকে গার্ডিয়ানসহ বাংলাদেশ আর্মির কাছে ক্ষমা চাইতে হবে ।
বাংলাদেশ আর্মি হচ্ছে বাংলার মানুষের কলিজা ।
আমাদের কলিজায় হাত দিলে আমরা আর বসে থাকবো না ইনশাআল্লাহ্ ।

আল জাজিরা টেলিভিশন তো বোমা ফাটিয়ে দিল
24/07/2025

আল জাজিরা টেলিভিশন তো বোমা ফাটিয়ে দিল

Hasina – 36 Days in July tells the inside story of Sheikh Hasina’s final days in the summer of 2024 as a bloody protest swept through a nation and ended a po...

সত্যি কথা শুনতে তিতা
24/07/2025

সত্যি কথা শুনতে তিতা

22/07/2025

গতকাল উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মাধ্যমে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে যে আকস্মিক, অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে তার শোক শেষ হওয়ার আগেই ঐ কোমলমতি শিশুদেরকে নিয়ে যারা রাজনীতির নামে আন্দোলন শুরু করেছে...পরীক্ষার পেছানোর নামে অরাজকতা সৃষ্টি করেছ...মূলত তাদের উপর পতিত স্বৈরাচার ও দিল্লির প্রেতাত্মা ভর করেছে ।
গণহত্যাকারীরা আবার এই দেশকে দিল্লির গোলাম বানাতে চায় ।

24/10/2024

গতকাল ২৩.১০.২০২৪খ্রি বুধবার সকাল ১০.৩০টায় জেলা প্রশাসন চট্টগ্রাম-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে এক যুগান্তকারী মতবিনিময় সবার আয়োজন করা হয় । উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ফরিদা খানম । উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন "আমরা আলাদিন, মানুষের জন্য" এর উপদেষ্টা জনাব মোঃ হামিদুর রহমান এবং উদ্যোক্তা মোঃ আরিফ । উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তর-এর কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর-এর কর্মকর্তা, খাদ্য অধিদপ্তর-এর কর্মকর্তা, ভোক্তা অধিদপ্তর-এর কর্মকর্তা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নবগঠিত টাস্কফোর্স সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম-এর সমন্বয়কবৃন্দ, ক্যাব চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠন-এর নেতৃবৃন্দ । উক্ত মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় নৃত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জেলা প্রশাসনের অধিনে চট্টগ্রামে ছয়টি পয়েন্টে ন্যায্য মূল্যে ভ্রাম্যমাণ খোলা বাজার কার্যক্রম চালু করা হবে । আমাদের ক্ষুদ্র সংগঠনকে নিয়ে সরকারের এত বড় গুরুত্বপূর্ণ কাজে আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন-কে "আমরা আলাদিন, মানুষের জন্য" এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

আজ ২৩.১০.২০২৪খ্রি. বুধবার বেলা ৩.০০টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম-এর পক্ষ হতে কৃষক এবং খামারিদের সাথে আমাদের প...
23/10/2024

আজ ২৩.১০.২০২৪খ্রি. বুধবার বেলা ৩.০০টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম-এর পক্ষ হতে কৃষক এবং খামারিদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা মোঃ হামিদুর রহমান ও উদ্যোক্তা মোঃ আরিফ-এর সাথে খোলামেলা মতবিনিময় সভার আয়োজন করেন ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক জনাব আতিয়ার রহমান । উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম-এর ইউএলও ডক্টর নজরুল ইসলামসহ প্রমূখ । ‌‌"আমরা আলাদিন, মানুষের জন্য" জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম-এর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি............

🔥 গতকাল কাজির দেউড়ি, চট্টগ্রাম কাঁচা বাজারের সামনে জেলা প্রানী সম্পদ দপ্তর, চট্টগ্রাম এর সহযোগিতায় ন্যায্যমূল্যে ডিম ব...
22/10/2024

🔥 গতকাল কাজির দেউড়ি, চট্টগ্রাম কাঁচা বাজারের সামনে জেলা প্রানী সম্পদ দপ্তর, চট্টগ্রাম এর সহযোগিতায় ন্যায্যমূল্যে ডিম বিক্রি করা হয়।

♦️ ডিমের ডজন ১৪০/- বিক্রয় কার্যক্রম উদ্বোধন।

ভোক্তা পর্যায়ে পন্যের মূল্য সহজলভ্য করা এবং দ্রব্যমূল্যের শকুন সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার একটি সামাজিক উদ্যোগ "আলাদিন |•| Aladdin" ১৪০/- ডজনে ডিম বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এই কর্মসূচির উদ্যোক্তা মোহাম্মদ আরিফ, প্রাণী সম্পদ দপ্তর, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ আতিয়ার রহমান, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলাম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চট্টগ্রাম এর উপ পরিচালক ডাঃ সৈয়দ মোহাম্মদ ওয়ারেস কামাল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রমুখ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বহদ্দারহাট বাজারে ১৪০/- দরে ডিমের ডজন বিক্রির মধ্য দিয়ে।

উদ্যোক্তারা জানান, এই কর্মসূচি অব্যাহত থাকবে।

✅চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ১৩০ টাকায় ডিম বিক্রি 👉বাজারে ডিমের ডজন ১৮০ টাকা সেখানে কয়েকজন তরুণ উদ্যোক্তা ১৩০ টাকায় ডিম...
20/10/2024

✅চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের ১৩০ টাকায় ডিম বিক্রি

👉বাজারে ডিমের ডজন ১৮০ টাকা সেখানে কয়েকজন তরুণ উদ্যোক্তা ১৩০ টাকায় ডিম বিক্রি করছেন চট্টগ্রামে। নগরের কোতোয়ালি মোড় এলাকায় “ভেঙে যাক সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের শকুন সিন্ডিকেট” “স্বস্তিতে বেঁচে থাকুক বাংলার নিরীহ জনগণ"

👉এই প্রতিপাদ্যে তৃতীয় দিনের মতো শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের কিছু উদ্যমী তারুণ্যের উদ্যোগে এবং কয়েকজন খামারির অনুপ্রেরণায় ডিম ডজন ১৩০ টাকায় বিক্রি করছেন কোতোয়ালি মোড়ে। বিকেল ৪টা থেকে পুরুষ ১ ডজন এবং মহিলা দেড় ডজন করে ডিম ক্রয় করেন। শনিবার বিকাল থেকে প্রায় ১০ হাজার পিস ডিম বিক্রি করেছেন তারা।

👉ডিম বিক্রয়ের সমন্বয়ক মোহাম্মদ আরিফ খবরের কাগজকে বলেন, তিন দিনব্যাপি চট্টগ্রামে ন্যায্য মূল্যে ডিম বিক্রি শুরু করেছি। আমরা ডিম বিক্রি করছি কেনা দামে। কারণ বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আমরা প্রকাশ্যে ডিম বিক্রি শুরু করেছি।

🧡 ধন্যবাদ খবরের কাগজ

বাজারে ডিমের ডজন ১৮০ টাকা সেখানে কয়েকজন তরুণ উদ্যোক্তা ১৩০ টাকায় ডিম বিক্রি করছেন চট্টগ্রামে।

💥১১ তরুণের প্রতিবাদ ও ১৪০ টাকায় এক ডজন ডিম 👉দেশের ডিমের বাজার অস্থিতিশীল করার সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে ওরা ১১ জন যে...
20/10/2024

💥১১ তরুণের প্রতিবাদ ও ১৪০ টাকায় এক ডজন ডিম

👉দেশের ডিমের বাজার অস্থিতিশীল করার সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে ওরা ১১ জন যেন প্রতিবাদের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। সরকার নির্ধারিত দরের চেয়ে কিছুটা কমে ডিম বিক্রি করে তারা জনতার আস্থা ও ভালোবাসা অর্জন করছেন। মফস্বলের বিভিন্ন এলাকা থেকে ডিম সংগ্রহ করে নগরীতে বিক্রির উদ্যোগ নিয়েছেন তারা। গতকাল দ্বিতীয় দিন নগরীর চকবাজার মোড়ে বিকেল থেকে ওই ১১ জন ১৪০ টাকা ডজন দরে ডিম বিক্রি করেন। সংঘবদ্ধ চক্রের কারসাজিতে পাত থেকে ডিম বাদ দেয়া শত শত মানুষ লাইন ধরে ডিম কিনে ঘরে ফিরেছেন।

👉সূত্র জানিয়েছে, দেশে প্রতিদিন ডিমের চাহিদা প্রায় চার কোটি। দেশের খামারগুলোতে দৈনিক ডিম উৎপাদন হয় প্রায় সাড়ে চার কোটি। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব মতে, দেশে বর্তমানে নিবন্ধিত লেয়ার খামারের সংখ্যা ২০ হাজার ৪৬৪। সরকারি এ হিসেবে দেশের চাহিদার তুলনায় ডিম উৎপাদন বেশি হলেও সংঘবদ্ধ চক্রের কারসাজিতে বাজারে অস্থিরতা বিরাজ করছে।

👉এক্ষেত্রে দেশের বড় কয়েকটি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের পাশাপাশি মধ্যস্বত্বভোগী চক্র জড়িত। সরকারি সূত্রগুলো বলছে, দেশের ডিমের চাহিদার ৮০ শতাংশ উৎপাদন করছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা। যা মধ্যস্বত্বভোগীদের হাত ঘুরে বাজারে আসে। আর খামার থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছা পর্যন্ত হাত ঘুরতে ঘুরতে বাজার অস্থির হয়ে উঠে। ঘাটে ঘাটে মুনাফা হলেও শেষ পর্যন্ত পকেট কাটা হয় ভোক্তার।

দেশে ডিমের বাজারে অস্থিরতা শুরু হয় কিছুদিন আগ থেকে। ১২০ টাকা দরে যে ডিম (প্রতি ডজন) বিক্রি হচ্ছিল তা গিয়ে ঠেকে ১৭০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকার উদ্যোগ নিলে ব্যবসায়ী এবং আড়তদারেরা উধাও হয়ে যায় বাজার থেকে। অবশ্য সরকারি অভিযানের পর বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসে। ডজনে ২০ টাকা কমে ১৫০ টাকা দরে ডিম পাওয়া যায়। অবশ্য একেবারে খুচরা পর্যায়ে এখনো চড়া ডিমের দাম। সরকার বাজার নিয়ন্ত্রণে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে ভারত থেকে ডিম আমদানির অনুমোদন দিয়েছে।

বিদ্যমান পরিস্থিতিতে কৃষি বিপণন অধিদপ্তর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দেয়। প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বেধে দেওয়া হয়। কিন্তু চট্টগ্রামের ১১জন যুবক সরকার নির্ধারিত দরের চেয়ে কমে এক ডজন ডিম ১৪০ টাকা দরে পৌঁছে দিচ্ছেন ভোক্তার হাতে।

‘ভেঙে যাক সব নিত্য–প্রয়োজনীয় দ্রব্যের শকুন সিন্ডিকেট, স্বস্তিতে বেঁচে থাকুক বাংলার নিরীহ জনগণ’– প্রতিপাদ্যকে সামনে নিয়ে তারা ১৪০ টাকা ডজনে ডিম বিক্রি শুরু করেন বৃহস্পতিবার থেকে। গতকাল নগরীর চকবাজার মোড়ে ডিম বিক্রি করা হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্যোক্তা হিসেবে ওরা ১১ জনের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ আরিফ। তিনি একজন পরিবহন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তা। বাকি সদস্যদের মধ্যে মোহাম্মদ ইমরান একজন মিউজিসিয়ান, রেজাউল করিম একজন ব্যবসায়ী, মোহাম্মদ সেলিম একজন ছাত্র, মোহাম্মদ সোহেল একজন বিল্ডিং কনস্ট্রাকশন কর্মী, মোহাম্মদ সাইফুল ইসলাম একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মোহাম্মদ আব্দুস শুক্কুর একটি বেসরকারি শিপিং কোম্পানিতে এডমিনে কর্মরত, মাসুদ আহমেদ একজন গাড়ি চালক, ইঞ্জিনিয়ার মো. ইমাম হাসান একটি কনস্ট্রাকশন ফার্মে কর্মরত, মো. জিয়াউদ্দিন বাবলু একজন কম্পিউটার এক্সেসোরিজ ব্যবসায়ী। ওরা ১১ জন চট্টগ্রাম ও এর আশেপাশের উপজেলার বিভিন্ন খামার থেকে ভোরে ডিম সংগ্রহ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষকে অগ্রাধিকার দিয়ে সকল শ্রেণী–পেশার মানুষের মাঝে ১৪০ টাকা ডজনে বিক্রি করছেন।

গতকাল চকবাজার মোড়ে মোট ৬০০০ ডিমের মধ্যে ৪৯৫ ডজন বা ৫৯৪০টি ডিম ক্রেতাদের হাতে ১৪০ টাকা ডজন দরে বিক্রি করা হয়। ৬০টি ডিম ভেঙে নষ্ট হয়ে যায় বলে উদ্যোক্তারা জানান। তারা বলেন, আমাদের মুনাফার দরকার নেই। আবার আমরা লসও দিচ্ছি না। শুধু শ্রমটা দিচ্ছি। আমাদের সামান্য শ্রমের বিনিময়ে সাধারণ মানুষের পাতে যে অতি সাধারণ পণ্য ডিম তুলে দিতে পারছি–এটাই আমাদের সান্ত্বনা।

তারা বলেন, মুনাফা আমাদের টার্গেট নয়, আমাদের মূল টার্গেট হচ্ছে সিন্ডিকেট ভাঙা। আমাদের দেখে যদি দেশের প্রতিটি অঞ্চলে উদ্যোমী যুবকেরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসেন, তাহলে বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না।

ওরা ১১ জনের দলনেতা গতরাতে দৈনিক আজাদীকে জানান, আজ বিকেল ৪টা থেকে নগরীর কোতোয়ালী মোড়ে প্রতি ডজন ডিম ১৩০ টাকা দরে বিক্রি করা হবে। তিনি জানান, তাদের কার্যক্রম দেখে খামারিরা যথেষ্ট আনন্দিত। তারা কিছুটা কম দামে তাদের হাতে ডিম তুলে দিচ্ছেন। তাই তারা ১০ টাকা কমে ডিম ভোক্তাদের দিতে পারবেন।

🧡 ধন্যবাদ দৈনিক আজাদি

দেশের ডিমের বাজার অস্থিতিশীল করার সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে ওরা ১১ জন যেন প্রতিবাদের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে...

✅চট্টগ্রামে ১৪০ টাকায় তরুণদের ডিম বিক্রি👉দেশে ডিম নিয়ে যখন সামাজিক মাধ্যমে হইচই, বাজার গরম তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ...
20/10/2024

✅চট্টগ্রামে ১৪০ টাকায় তরুণদের ডিম বিক্রি

👉দেশে ডিম নিয়ে যখন সামাজিক মাধ্যমে হইচই, বাজার গরম তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন পাঁচ তরুণ। প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বেচে রীতিমতো ভাইরাল। বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাটে রিকশাভ্যানে বিক্রি করা হয়েছে। গতকাল বিক্রি করা হয়েছে চকবাজার শাহানশাহ মার্কেট ও অলিখাঁ মসজিদের সামনে দুটি রিকশাভ্যানে ৬ হাজার ডিম বিক্রি করেন তারা। এ কাজে স্বেচ্ছাশ্রম দিতে আসেন আরও ছয় তরুণ।

👉চকবাজারে ডিম কিনতে আসেন গৃহিণী আকলিমা চম্পা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি চকবাজারে ১৪০ টাকায় ডিম বিক্রি হবে। তাই ৪টার আগেই কিনতে এলাম। এক ডজন ডিম কিনে খুব ভালো লাগছে। ডিমের ব্যবহার বাড়ছে। নাশতা, ভাতে ডিম ছাড়া আমাদের চলেই না। তাই ডিমের উৎপাদন বাড়াতে খামারিদের প্রণোদনা দিতে হবে। পাশাপাশি নজরদারি বাড়িয়ে সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

👉৩৮ বছর বয়সি তিন সন্তানের বাবা আরিফ জানান, রাতেই আমরা সিদ্ধান্ত নিই, দ্বিতীয় দিন আমরা ৬ হাজার ডিম বিক্রি করব। যখন চকবাজারের স্পটে এলাম মো. সেলিম, মো. সোহেল সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, আবদুল শুক্কুর, প্রকৌ. ইমাম হাসান, জিয়া বাবলুরা এসে জানালেন স্বেচ্ছাশ্রম দেবেন ডিম বিক্রির কাজে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, সামাজিক সংগঠন, খামারিদের সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন চাইলে যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। আমাদের দেখে যদি অন্যরা এগিয়ে আসেন তাহলেই সার্থকতা।

🧡 ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামে ১৪০ টাকায় তরুণদের ডিম বিক্রি

✅চট্টগ্রামে ডজন ১৪০ টাকায় ডিম বিক্রি👉ডিমের দাম নিয়ে যখন সামাজিক মাধ্যমে হইচই। তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ৫ তরুণ। প্রতি...
20/10/2024

✅চট্টগ্রামে ডজন ১৪০ টাকায় ডিম বিক্রি

👉ডিমের দাম নিয়ে যখন সামাজিক মাধ্যমে হইচই। তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ৫ তরুণ। প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি করে তারা এক রীতিমতো ভাইরাল।

🧡 ধন্যবাদ সময় নিউজ

ডিমের দাম নিয়ে যখন সামাজিক মাধ্যমে হইচই। তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ৫ তরুণ। প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি করে ....

✅চট্টগ্রামে সিন্ডিকেট ভাঙতে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি 👉সরকার ডিমের দাম বেঁধে দিলেও কোথাও তা মানা হচ্ছে না। সবখানেই ডিম বিক...
20/10/2024

✅চট্টগ্রামে সিন্ডিকেট ভাঙতে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি

👉সরকার ডিমের দাম বেঁধে দিলেও কোথাও তা মানা হচ্ছে না। সবখানেই ডিম বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ অবস্থায় চট্টগ্রামে সিন্ডিকেট ভাঙতে খোলা বাজারে ১৪০ টাকা ডজন ডিম বিক্রি শুরু করেছে কয়েকজন তরুণ।

👉বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরের বহদ্দারহাট এলাকায় খোলা বাজারে এ ডিম বিক্রি শুরু করেন তারা। প্রথমদিনে তরুণদের এ উদ্যোগে সাড়া দিয়েছেন ক্রেতারাও।

👉উদ্যোক্তাদের একজন মোহাম্মদ আরিফ বলেন, ‘বড় কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে ডিমের দাম বেড়েছে। বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এ অবস্থায় আমরা কয়েকজন তরুণ সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে লাভ ছাড়াই সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। এ ক্ষেত্রে প্রতি ডজন ডিম বিক্রি করছি ১৪০ টাকায়।’

🧡 ধন্যবাদ জাগোনিউজ২৪

সরকার ডিমের দাম বেঁধে দিলেও কোথাও তা মানা হচ্ছে না। সবখানেই ডিম বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ অবস্থায় চট্টগ্রামে সি.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aladdin-আলাদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aladdin-আলাদিন:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share