N Nahid Tune

N Nahid Tune অপসংস্কৃতির আগ্রাসনে হারিয়েছি যে তীর সেই নদিতে চর জাগিয়ে এগিয়ে যাবো সু-নিবিড়।

17/07/2025

আসসালামু আলাইকুম প্রিয়জনেরা কেমন আছেন...?

07/07/2025

আমার ফেভারিট নাতে রাসুল সাঃ ফারুক ইকবাল স্যারের গাঙচিল রেষ্টুরেন্টে

03/07/2025

আযান শোনা যায় ডাকেরে মোয়াজ্জিন

22/06/2025

🔴 Live

17/06/2025

ভালো থাকলে ভুলি তোমাকে ভুলেই যায় কে আমার রব
বড় অকৃতজ্ঞ আমি,,,,, বন্ধুর সুরে নতুন ইসলামি সংগীত

11/06/2025

সাংস্কৃতিক আড্ডা গাঙচিল রেস্টুরেন্ট

06/06/2025

☆☆ ঈদুল আজহায় করনীয় :

১. ঈদের সালাতের আগে গোসল করা সুন্নত।
২.উত্তম পোশাক পরিধান করা সুন্নত।
৩.সুগন্ধি ব্যবহার সুন্নত। আর ঈদের দিনে রাসুল (সা.) বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসুল (সা.)-এর তিনটি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা চাই। ৪.কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী করিম (সা.) ঈদুল আজহার দিন কিছুই খেতেন না, যে পর্যন্ত ঈদের নামাজ আদায় করতেন। (তিরমিজি, ইবনে মাজাহ)
৫. ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া ও অন্যপথ দিয়ে ফেরা সুন্নত। (বুখারি, হাদিস : ৯৮৬)
৬. সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়াও সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৭১)
৭.ঈদের দিন তাকবির পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি, বেশি স্মরণ করা সুন্নত। পুরুষেরা এ তাকবির উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। এ তাকবির জিলহজ মাসের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত পাঠ করবে। (ফাতহুল বারি : ২/৫৮৯)
৮.ঈদের নামাজ সুন্নতে মুয়াক্কাদাহ। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান ও ইকামত নেই। ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কিরামদের সম্ভাষণ ছিল, 'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।
৯.' ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিদের ওপর কোরবানি করা ওয়াজিব।
১০. কোরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবারবর্গকে খাওয়াবে, আত্মীয়-স্বজনকে হাদিয়া তোহফা দেবে ও গরিব মিসকিনকে দান করবে।
১১.ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত। কোরবানি শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত।

01/06/2025

জনপ্রিয় নাশিদ
সংগীতের কথাগুলো হৃদয়ে নাড়া দেয়,
মূল শিল্পী উস্তাদ: গাজী আনাস রওশন, হ্যাভেন টিউন

01/06/2025

হযরত আয়েশা (রা) বলেন,
রাসুলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
প্রতিরাতে যখন বিছানায় যেতেন, তখন দুইহাত একত্রিত করে তাতে সুরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফুঁ দিতেন,

তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দুর সম্ভব দেহে তিনবার দুইহাত বোলাতেন, ........................ সহিহ বুখারি ৫০১৭

MD Nurul Islam Nahid

31/05/2025

মহেশখালীর প্রতিভাবন শিল্পী এইস এম ইমরানের কন্ঠে, মনের আড়ালে যদি মন কথা কয়, চমৎকার নাশিদ

19/05/2025

কুতুবজোম বটতলায় মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক মোস্তাক মিয়াকে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক মহি উদ্দিন শেষপর্যন্ত নিজের কৃতকর্মের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন

Address


Alerts

Be the first to know and let us send you an email when N Nahid Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share