Sanjum Catered Care

Sanjum Catered Care Hygenic Food

With ShopnoChura - eShop – I just got recognised as one of their top fans! 🎉
26/06/2025

With ShopnoChura - eShop – I just got recognised as one of their top fans! 🎉

লিচু ফুলের মধু (Litchi Honey) বাংলাদেশের অন্যতম সুস্বাদু ও পুষ্টিকর প্রাকৃতিক মধুর একটি রূপ। এটি মূলত লিচু গাছে যখন ফুল ...
26/06/2025

লিচু ফুলের মধু (Litchi Honey) বাংলাদেশের অন্যতম সুস্বাদু ও পুষ্টিকর প্রাকৃতিক মধুর একটি রূপ। এটি মূলত লিচু গাছে যখন ফুল ফোটে সেই সময় মৌমাছিরা সেই ফুল থেকে সংগ্রহ করে মধু তৈরি করে। এই মধু শুধু স্বাদে অনন্য নয়, বরং স্বাস্থ্য উপকারিতাও অনেক।

✅ লিচু ফুলের মধুর পুষ্টিগুণ ও উপকারিতাঃ
১. প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর:
লিচু ফুলের মধুতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল থাকে যা শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে। এটি ক্যান্সার প্রতিরোধ ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।

২. ইমিউন সিস্টেম শক্তিশালী করে:
নিয়মিত লিচু ফুলের মধু খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঠান্ডা-কাশি, গলা ব্যথা ইত্যাদি সমস্যা কমায়।

৩. শক্তি যোগায় ও ক্লান্তি দূর করে:
এটি প্রাকৃতিক চিনি (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) সমৃদ্ধ, যা দ্রুত এনার্জি দেয় এবং ক্লান্তি কাটাতে সাহায্য করে। বিশেষ করে সকালবেলা এক চামচ লিচু মধু খেলে সারা দিন উদ্যম বজায় থাকে।

৪. হজমে সহায়তা করে:
লিচু মধু হজমশক্তি বাড়ায় এবং পেটের গ্যাস, অম্বল ও বদহজম দূর করতে সাহায্য করে।

৫. ত্বক ও চুলের জন্য ভালো:
ত্বকে উজ্জ্বলতা আনে এবং ব্রণ বা ইনফেকশন প্রতিরোধ করে। এছাড়া চুলের গোড়া মজবুত করে।

৬. হৃদরোগের ঝুঁকি কমায়:
লিচু মধু নিয়মিত গ্রহণে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, যা হার্ট ভালো রাখে।

৭. ডায়াবেটিস রোগীদের জন্য সীমিত পরিমাণে উপকারী:
যদিও এটি মিষ্টি, তবে প্রাকৃতিক চিনি হওয়ায় অল্প পরিমাণে (ডাক্তারের পরামর্শ অনুযায়ী) গ্রহণে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ে না।

🟡 সতর্কতাঃ
এক বছরের কম বয়সী শিশুকে মধু খাওয়ানো উচিত নয়।

অতিরিক্ত মধু খাওয়া ওজন বাড়াতে পারে।

ভেজালমুক্ত, খাঁটি মধু গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

অর্ডার করুন এখনই
প্রতি কেজি 600 টাকা

আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পা...
11/06/2025

আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। – সূরা আন-নাহল(১৬), আয়াতঃ ৬৮-৬৯

সুন্দরবনের চাকভাঙ্গা মধু
ঘরে বসে পেয়ে যান একটি ম্যাসেজের মাধ্যমে।
হোমডেলিভারী করা হয়।
অগ্রিম ডেলিভারি চার্জ প্রযোজ্য।

সুস্থ থাকার জন্য প্রতিদিন মধু খাওয়া উত্তম 🍯যেহেতু ঠান্ডা বা গরমে—মানুষের জন্য খাঁটি মধু সর্বোচ্চ উপকারী ধরনের। মধুতে স্...
11/06/2025

সুস্থ থাকার জন্য প্রতিদিন মধু খাওয়া উত্তম 🍯

যেহেতু ঠান্ডা বা গরমে—মানুষের জন্য খাঁটি মধু সর্বোচ্চ উপকারী ধরনের। মধুতে স্বাভাবিক স্যুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, খনিজ লবণ এবং প্রয়োজনীয় ক্যালরি থাকে, যা শরীরকে সুস্থ রাখে।

🟢 মধুর সুবিধা:
✅ রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়
✅ শারীরিক দুর্বলতা দূর করে
✅ পাচনশক্তি বাড়ায়
✅ অনিদ্রার পরিহার করে
✅ রক্তে হেমোগ্লোবিন বাড়ায় এবং রক্তপ্রবাহের অভাব প্রতিরোধ করে
✅ শিশুদের মনোবল বাড়ায়

প্রতিদিন খাবারে এক চামচ খাঁটি মধু রেখে নিন—নিজেকে স্বাস্থ্যকর, সুস্থ এবং সক্রিয় রাখতে।

📣 খাঁটি এবং পরিষ্কার মধু পেতে এখনই inbox এ যোগাযোগ করুন!

Eid mubarak to all.
06/06/2025

Eid mubarak to all.

🥩 কোরবানির পর পরোটা-মাংস না হলে কি চলে?কিন্তু প্রতিদিন নিজে রান্না করা? সময়, পরিশ্রম আর ঝামেলা — সব একসাথে!🍽️ Sanjum’s C...
01/06/2025

🥩 কোরবানির পর পরোটা-মাংস না হলে কি চলে?
কিন্তু প্রতিদিন নিজে রান্না করা? সময়, পরিশ্রম আর ঝামেলা — সব একসাথে!

🍽️ Sanjum’s Catered Care নিয়ে এলো আপনার জন্য
✨ ঘি ভাজা পরোটা, নরম রুটি আর সুস্বাদু স্বাস্থ্যসম্মত খাবার — এখন নামমাত্র মূল্যে, সম্পূর্ণ ঘরোয়া রান্নায় প্রস্তুত!

✅ হাইজেনিক
✅ হোমমেড
✅ হেলদি এবং টেস্টি
✅ ফ্যামিলি সাইজ প্যাকেজেও অর্ডার নেয়া হয়

📦 এবার ঈদের পর আর রান্নার চিন্তা নয় — অর্ডার করুন আর উপভোগ করুন ভরপেট তৃপ্তি!

📞 অর্ডার করতে ইনবক্স করুন এখনই
🚚 হোম ডেলিভারি সার্ভিসও রয়েছে নির্দিষ্ট লোকেশনে

#ঘিভাজা_পরোটা #রুটি_মাংস_কম্বো #স্বাস্থ্যসম্মত_খাবার #ঘরোয়াখাবার #কোরবানি

20/06/2024

স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।

– এ পি জে আব্দুল কালাম

18/06/2024
18/06/2024
পবিত্র হজ্ব পালনরত আল্লাহর ঘরের মেহমানদের উছিলায় আমাদের সকলের দুয়াও কবুল করুন।সকলকে ঈদের শুভেচ্ছা।
16/06/2024

পবিত্র হজ্ব পালনরত আল্লাহর ঘরের মেহমানদের উছিলায় আমাদের সকলের দুয়াও কবুল করুন।
সকলকে ঈদের শুভেচ্ছা।










সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সেই সাথে আজকের জন্য চট্টগ্রামে ডেলিভারি ফ্রী।
01/01/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সেই সাথে আজকের জন্য চট্টগ্রামে ডেলিভারি ফ্রী।

Address

Chittagong

Telephone

+8801566013920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjum Catered Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category