Europe Jatra

Europe Jatra Journey, Reality and Imagine

03/05/2025

আজ ফ্রা‌ন্সে ১০ মি‌নিট যাবত প্রচুর শিলা বৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

08/04/2025

১২ তা‌রিখ লং মা‌র্চে প্রথম আলো এবং ডেই‌লি ষ্টার এই দালাল জগন‌্য মাধ‌্যম‌কে (দেশ ও ইসলা‌মের জগন‌্য শত্রু) গু‌ড়ি‌য়ে দেওয়া হোক এবং ইজরাই‌লি সকল পন‌্য বর্জন করা হোক।

21/03/2025

যে দালালগু‌লো ভার‌তের এ‌জেন্ডা হ‌য়ে স্বৈরাচা‌রিদের পূর্নবাস‌নের চেষ্টা চালা‌চ্ছে তারা হ‌লো জাতীয় বেঈমান। তারা দে‌শের ও জনগ‌নের প্রত‌্যক্ষ ও প‌রোক্ষ শত্রু। এই শেকড়গু‌লো‌কে ড ইউনুস সরকারকে অবশ‌্যই উপ‌ড়ে ফেলা জরুরী। আর য‌দি সরকার না পা‌রে তাহ‌লে দেশ‌প্রেমিক তৌ‌হিদী জনতা‌কে অবশ‌্যই তা উপ‌ড়ে ফেল‌তে হ‌বে। আর য‌দি তা না করা হয় তাহ‌লে জাতীর জন‌্য এক মহা‌ বিপর্যয় নে‌মে আস‌বে। সময় থাক‌তে স‌ঠিক কাজ ক‌রে নেওয়া জরুরী।

27/02/2025

তাবলীগ জামাতের বর্তমান পরিস্থিতিতে গলত কয়েকটি কথা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন:-
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব
মুফতি আব্দুল মালিক দাঃবাঃ ------------------

কিছু গলদ (ভুল) কথাঃ

১। 'তাবলিগের দুই গ্রুপ'
এটা ভুল কথা। সহি তাবলীগের কোন গ্রুপ নেই। ভিন্ন গ্রুপের নামে যারা আত্মপ্রকাশ করেছে তারা ভ্রান্ত।

২। 'ভাইয়ে ভাইয়ে মারামারি'
এটাও গলদ কথা। বরং বলতে হবে হক বাতিলের দ্বন্দ্ব।

৩। 'আল্লাহ দুই গ্রুপের মাঝে মিল করে দিন' এটা সঠিক দুআ নয়। বরং বলতে হবে আল্লাহ হক বাতিলের পার্থক্য করে দিন এবং হক্বকে বিজয়ী করুন!

৪। 'আমরা কোন দলে নেই'
এটাও প্রতারণামূলক কথা। বলতে হবে আমার হকের পক্ষে আছি থাকব।

৫। 'আমাদের সাথেও আলেম আছে'
এটা তো চরম বেআদবীমূলক কথা।
আলেমরা তোমাদের সাথে থাকবে কেন?
তোমরা আলেমদের অনুসরণ করবে। যেসকল দরবারী আলেম ভ্রান্ত সাদিয়ানীদের সাথে আছে বা সমর্থন করে অথবা মৌন সমর্থন দেয় তারা পকেটস্থ আলেম বিক্রি হওয়া আলেম!

৬। 'মেহনতটা নষ্ট হয়ে গেল'
মেহনত নষ্ট হয়নি। বরং মেহনতের মধ্যে গোমরাহী ঢুকে কলঙ্কিত হয়েছে। তাই মেহনতকে পবিত্র করার কাজ চলছে।

৭। 'আলেমরা এখানে নাক গলায় কেন তারা তো তাবলিগের সাথি না' এটা মূর্খতাপূর্ণ কথা। দ্বীনের সকল
বিষয়ের জিম্মাদার উলামায়ে কেরাম।
তাবলিগ ব্যক্তি বা দলীয় মেহনত নয়।
তাবলিগ তো সকল মুসলমানের
জিম্মাদারী। আর এই পদ্ধতি ছাড়া দ্বীন প্রচার করলে তাবলীগ হবে না ?

৮। 'আওয়াম ছাড়া উলামারা চলতে
পারবে না' এটা উল্টা কথা। বরং বলেন, উলামা ছাড়া আওয়ামরা দ্বীনের উপর চলতে পারবে না।

৯। 'চিল্লা বা সাল না লাগালে ইমান ও
ইলম পাকা হয়না' বরং ইলম না থাকলে চিল্লা সাল ইমান কিছুই পাকা হয় না।

১০। 'আলেমরা মাওলানা সাদের ব্যাপারে ভুল ব্যাখ্যা দিচ্ছে' নাউজুবিল্লাহ! যেই দেশে আলেমরা দ্বীন সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবে সেদেশে দ্বীনের সঠিক ব্যাখ্যা কারা দিবে ? স্যার ? ডাক্তার ? ব্যবসায়ী ? এরাতো নিজেরাই দ্বীন জানে না। এরা আবার কীসের দ্বীনের ব্যাখ্যা দিবে ?

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে কথাগুলো বুঝার মন- মানসিকতা দান করুন।

-----> কপি পোস্ট

20/02/2025

স্বৈরাচা‌রির দালাল, ভার‌তের দালাল ও ইসলাম বি‌দ্বেষী‌দের‌কে যেই চ‌্যা‌নেল গু‌লো টকশ‌ো‌তে ডা‌কে তা‌দের বিরু‌দ্ধে ক‌ঠিন পদ‌ক্ষে‌প নেওয়া জরু‌রী। এবং যারা টক‌শো‌তে এ‌সে স্বৈরাচ‌া‌রির প‌ক্ষে‌, দে‌শের বিরু‌দ্ধে, জা‌তির বিরু‌দ্ধে, ইসলা‌মের বিরু‌দ্ধে ও ভার‌তের দালা‌লি ক‌রে সুশীলগিরী দেখায় তা‌দেরকে দ্রুত গ্রেফতার ক‌রে রিমা‌ন্ডে নি‌য়ে তা‌দের কাছ থে‌কে গোপন তথ‌্য বের করা হোক। তা‌দের উপর নি‌ষেধাজ্ঞা জারী করা অতীব জরুরী। তারাই দে‌শের বিরু‌দ্ধে মুল ষড়যন্ত্রকারী।

13/01/2025

আটলা‌ন্টিক মহাসাগর দেখার জন‌্য ঘুর‌তে আসলাম।

13/01/2025

আটলা‌ন্টিক মহাসাগ‌রের পা‌ড়ে সন্ধ‌্যার সময় একটু ঘুর‌তে আস‌ছি।

22/11/2024

ডিউ‌টি শে‌ষে মা‌র্কেট থে‌কে বের হওয়ার পর বর‌ফের উপর দি‌য়ে হে‌টে বাসায় যাওয়ার প্রস্তু‌তি

22/11/2024

রা‌তের বেলায় বর‌ফের সমা‌রোহ

22/11/2024

কাজ থে‌কে বাসায় যাওয়ার প‌থে

22/11/2024

গতকাল রা‌তে বাসায় যাওয়ার সময়

22/11/2024

Address

Chandpur

Telephone

+33745922674

Website

Alerts

Be the first to know and let us send you an email when Europe Jatra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Europe Jatra:

Share