
17/04/2025
কোকা কোলার স্বাদের ধারেকাছেও নেই মোজোর স্বাদ। বছর দুয়েক আগেও মোজো কে কেও গুনতো না। অথচ কিছুদিন আগেও যেই মোজোর দাম ৬০ টাকা ছিলো, সেই মোজো এখন কয়েক ধাপে দাম বাড়িয়ে ১১০ টাকা করলো।
কোল্ড ড্রিংকস খেতে মন চাইসে? আর কেও সেধে সেধে মোজো খেয়েছে? এমন কখনো ই হতো না।
বিশ্বব্যাপী বয়কট চলছে তাই সবাই নিজ দেশের পণ্য প্রমোট করতে মোজো খাওয়া শুরু করলো আর এতেই তারা গাদ্দারি করে দাম বাড়াই দিলো, একইসাথে বোতলের গায়ে পতাকা লাগিয়ে আবেগী মার্কেটিং তো আছেই।
নিজ দেশে বানানোর পরেও অযথা দাম বাড়ানো অফ না করা অব্দি এই মোজো কেও বয়কট করেন। তৃষ্ণা পাচ্ছে? পানি খান। দরকার হলে সাথে একটা ৬ টাকা দামের স্যালাইন মিশিয়ে নেন! হাজার গুণ ভালো।
ধন্যবাদ সবাইকে।